*Impotent Rules Must Read*
বাংলাদেশের মোটরসাইকেল রাইডারদের নিয়ে কুমিল্লা তাবু ক্যাম্পিং ইভেন্টের বিগত কয়েক বছরের সাফল্যের সাথে নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় এবারে ২০২৪ইং এর ইভেন্টে যোগ হচ্ছে দ্বিতীয় বারের মতো Furious Track Trail BD (FTT BD) এর মোটরসাইকেল নিয়ে অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন। Furious Track Trail মূলত এই ইভেন্টে মোটরসাইকেল রাইডারদের জন্যে একটি নতুন সংযোজন, যেখানে অংশগ্রহনকারী রাইডাররা নির্দিষ্ট রেজিষ্ট্রেশন-ফি (৩০০০ টাকা) পরিশোধ সাপেক্ষে তাদের নিজ মোটরসাইকেল নিয়ে এই অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনে অংশ নিতে পারবেন। আর এই অফরোড ট্র্যাক ট্রেইলে বিজয়ী ২ টি ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ৬ অংশগ্রহনকারীর জন্য রয়েছে অত্যন্ত অকর্ষনীয় পুরস্কার ও স্বারক ট্রফি এবং অংশগ্রহনকারী সকলের জন্য রয়েছে ফিনিশার মেডেল ।
দুটি ক্যাটাগরি তে এই ট্র্যাক ট্রায়াল হবে
ক্যাটাগরি ১ - অফ রোড বাইক, ডার্ট বাইক
ক্যাটাগরি ২- যেকোনো স্ট্রিট বাইক, কমিউটার বাইক, ও স্কুটার ,এডিভি বাইক
অংশগ্রহণের জন্য আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৪।
রেজিষ্ট্রেশন-ফি -
1 বেসিক এন্ট্রি ফি: প্রতিজন ৩,০০০ টাকা। ইন্ডিভিজুয়াল বা লাইট স্পন্সর খেলোয়াড়: (আপনারা শুধুমাত্র আপনাদের বাইক, হেলমেট ও টি-শার্টে ব্র্যান্ডিং করতে পারবেন। সাথে সর্বোচ্চ একজন পিট সাপোর্ট নিতে পারবেন তার জন্য এক্সট্রা ১৫০০ টাকা যুক্ত হবে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ফুড ও আনুষঙ্গিক খরচ বাবদ। শুক্রবার বিকাল থেকে মেগা ক্যাম্পিং এ ফ্রি এন্ট্রি পাবে)।
2 ফুল স্পন্সর সহ খেলোয়াড়: প্রতি খেলোয়াড় ফি ১০,০০০ টাকা। (ফুল স্পন্সরে বাইক, হেলমেট ও টি-শার্টের পাশাপাশি নির্দিষ্ট কিছু জায়গায় ১টি ব্যানার (৬ ফুট/৪ ফুট) ও ৫টি রোডসাইড মিনি ফ্ল্যাগ ট্রাক ট্রেইল গ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। সাথে সর্বোচ্চ একজন পিট সাপোর্ট ফ্রি নিতে পারবেন, মেগা ক্যাম্পিং এ ও ফ্রি এন্ট্রি পাবে)
যা আপনি চুড়ান্ত ভাবে নির্বাচিত হলে আমাদের পক্ষ থেকে জানানোর পর ৩ দিনের মধ্যে ( ১২ ডিসেম্বর ২০২৪ পূর্বে) পরিশোধ করতে হবে।
>ট্র্যাক এর অবস্থানঃ লালমাই, কুমিল্লা।
ইভেন্ট তারিখঃ ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২৪
৪টি পর্বে সম্পূর্ণ সেশন টা হবে – ট্রেনিং সেশন, প্র্যাক্টিস সেশন, কোয়ালিফিকেশন সেশন, ফাইনাল রাউন্ড।
1 আপনার ড্রাইভিং লাইসেন্স এর ইস্যু তারিখ থেকে ১ লা ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সময় কমপক্ষে ২ বছর হতে হবে।
2 আপনার বয়স নিম্নে ২০ বছর হতে হবে।
3 অফরোড ট্র্যাক ট্রেইলে অংশগ্রহনকারী রাইডার শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ ও সামর্থবান হবেন, এবং সম্পূর্ণ নিজ দ্বায়িত্বে প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।
4 প্রত্যেক অংশগ্রহণকারীকে আগে থেকেই নিজের বাইকের ব্যবস্থা করে আসতে হবে ও সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। অন্য কোন অংশগ্রহণ কারীর বাইক ধার নিয়ে অংশগ্রহণ করা যাবে না।
5 অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনে অংশগ্রহনকারী রাইডারদের অবশ্যই যথাযথ প্রটেকটিভ গিয়ার ও হাইড্রেশন সাপোর্ট থাকতে হবে। ইভেন্ট আয়োজক কোন রকম প্রটেকটিভ গিয়ার ও হাইড্রেশন সাপোর্ট দেবে না।
6 অংশগ্রহনকারীরা নিজ নিজ মোটরসাইকেল মেইটেন্যান্স করবেন । অয়োজক ব্যাক্তিবর্গ ও ভলান্টিয়াররা কোন প্রকার মেইটেন্যান্স সাপোর্ট দেবে না। ইভেন্ট পিট সাপোর্ট আয়োজক’রা দিবেন এবং গতবারের মতো অংশগ্রহণকারীর সাথে একজন করে পিট সাপোর্ট নিয়ে আসার সুযোগ এবার থাকছে না।
7 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনে অংশগ্রহনকারী প্রত্যেকে আবশ্যিকভাবেই যথাযথ প্রটেকটিভ গিয়ার ব্যবহার করেবেন। এখানে যথাযথ প্রটেকটিভ গিয়ার বলতে হেলমেট, বুট, গ্লাভস, ও সেই সাথে নি-গার্ড, এলবো-গার্ড, অথবা প্রটেকটিভ রাইডিং জ্যাকেট ও ট্রাউজার অবশ্যই থাকতে হবে। এই ন্যূনতম প্রটেকশন ব্যবস্থা ছাড়া কেউই কম্পিটিশনে অংশ নিতে পারবেন না এবং তাতে কম্পিটিশনে অংশ নিতে অপরাগ হলে রেজিষ্ট্রেশন বাতিলও হবে না এবং রেজিষ্ট্রেশন ফি ও ফেরত দেয়া হবে না।
8স্পন্সর সহ কারে যারা রেজিঃ করে আসবেন (সিঙ্গেল এন্ট্রী), তারা শুধুমাত্র নিজের রাইডিং জ্যাকেট, ভেস্ট, হেলমেট ও টি শার্ট, বাইক, ২ জনের তাবু (৬ ফিট বাই ৩.৫ ফিট), ৩ ফিট উচ্চতার ২ টা ফ্ল্যাগ এ স্পন্সর লোগো ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কোন রকম ব্যানার,ফেস্টুন, ফ্ল্যাগ, ছাতা, শেড, স্টিকার বা যেকোন দৃশ্যমান ব্র্যান্ডেড প্রোডাক্ট, লোগো বা কালার ব্যবহার করা যাবে না। যদি এরুপ কোন ঘটনার সাথে কোন অংশগ্রহন কারীর সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার রেজিঃ বাতিল করা হবে এবং প্রোগ্রাম স্থান সরবচ্চ ৩০ মিনিট সময়ের ভিতর ত্যাগ করতে বাধ্য করা হবে।
9FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনে অংশগ্রহনকারী রেজিঃস্ট্রেশান করার সময় উল্লেখিত বিআরটিএ রেজিস্টার্ড বাইক নিয়ে ট্র্যাক এ অংশ গ্রহন করতে হবে। আর না হলে ট্র্যাক এ নামতে দেয়া হবে না।
1 প্রথম পুরস্কার FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন স্বারক ট্রফি ও নগদ ত্রিশ হাজার (৩০,০০০/=) টাকা।
2 দ্বিতীয় পুরস্কার FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন স্বারক ট্রফি ও নগদ বিশ হাজার (২০,০০০/=) টাকা।
3 তৃতীয় পুরস্কার FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন স্বারক ট্রফি ও গিফট হ্যাম্পার।
1 প্রথম পুরস্কার FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন স্বারক ট্রফি ও ত্রিশ হাজার (৩০,০০০/=) টাকা।
2 দ্বিতীয় পুরস্কার FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন স্বারক ট্রফি ও নগদ বিশ হাজার (২০,০০০/=) টাকা।
3 তৃতীয় পুরস্কার FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশন স্বারক ট্রফি ও গিফট হ্যাম্পার।
জয়েন করুন বাংলাদেশের বাইকিং নিয়ে কার্যক্রমের এক নতুন অধ্যায়ে…
যেকোন প্রয়োজনে ফোন করুন >> Malek Khasru Usha - 01625373577, Jojo - 01614151550
1 FTT BD প্লেয়ার ও পিট সাপোর্টার ২৬ তারিখ সকাল ৭ টায় ইভেন্ট গ্রাউন্ডে আসতে হবে। আগের দিন রাতে আসলে কুমিল্লা পদুয়ার বাজার ও লালমাই আসে পাশে অনেক হোটেল আছে ঐদিকে রাত স্টে করতে পারেন। এই বছর আমাদের ইভেন্ট গ্রাউন্ড টি প্রাইভেট ও রেস্ট্রিকটেড জায়গায় হওয়ায় আগের দিন রাতে এন্ট্রি নেয়ার কোন সুযোগ নেই।
2 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনে অংশগ্রহনকারীরা ৩০০০.০০ টাকা (স্পন্সর বিহীন) এবং ১০,০০০ টাকা (স্পন্সর সহ) রেজিষ্ট্রেশন ফি প্রদান সাপেক্ষে ইভেন্টের ঘোষিত নির্দিষ্ট সময়ের পূর্বে রেজিষ্ট্রেশন করবেন এবং সেইসাথে এই নির্দেশিকাটিতে সাক্ষর করবেন। এই নির্দেশিকাটিই অফরোড ট্র্যাক ট্রেইল প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও আয়োজকদের মধ্যে আইনগত চুক্তি এবং টার্মস ও কন্ডিশন বলে পরিগনিত হবে।
3 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে রেজিষ্টেশনকারীরা অটোমেটিক মূল তাবু ক্যাম্পিং ইভেন্টেও রেজিস্টার্ড বলে বিবেচিত হবেন। ফলে মূল তাবু ক্যাম্পিং ইভেন্টে তাদের আলাদা করে রেজিষ্ট্রেশন করতে হবে না।
4 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে রেজিষ্টার্ড অংশগ্রহনকারীরা চাইলে তার নিজের ক্যাম্পিং গিয়ার নিয়ে ক্যাম্পসাইটে থাকতে পারেন অথবা বিশেষ ব্যবস্থায় আয়োজকদের তাবুতেও থাকতে পারবেন। এর জন্য আলাদা কোন ফি দিতে হবে না। তবে এবিষয়ে আয়োজকদের এই বাড়তি আয়োজনের ব্যবস্থা ও অবস্থা নিয়ে কোন ওজর-আপত্তি চলবে না।
5 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে রেজিষ্টার্ড অংশগ্রহনকারীরা মূল ইভেন্টে ইভেন্ট চলা সময়কালীন সাত বেলার খাবার ও পানি পাবেন। চাইলে তারা বাইরে থেকে বাড়তি খাবার নিয়ে আসতে পারবেন। এছাড়াও ক্যাম্পসাইটে সাধারন প্রাকৃতিক কার্যসাধনের ব্যবস্থাও থাকবে।
6 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে প্রত্যেক রেজিষ্টার্ড অংশগ্রহনকারী নিজ দ্বায়িত্বে প্রতিযোগীতায় অংশ নেবেন। ফলে প্রতিযোগীতায় তার মোটরসাইকেল, রাইডিং গিয়ার, এবং তার শারিরীক ইনজুরি হলে তার সম্পূর্ণ দ্বায় তার। আর এরজন্য যাবতীয় ব্যবস্থা ও খরচাদি তার নিজেকে বহন করতে হবে। ইভেন্টের আযোজক এর জন্য কোনরূপ দ্বায় বহন করবে না এবং কোনরূপ ক্ষতিপূরন ও দেবে না। তবে ইভেন্টে সাধারন ফার্স্ট-এইড ও ইমারজেন্সি মেডিকেল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকবে।
7 ইভেন্টে অংশ না নিলেও তার রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য হবে না।
8 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে কোন রেজিষ্টার্ড অংশগ্রহনকারী মাদক বা উদ্দিপক দ্রব্য গ্রহন, বহন, ও বিতরনে যুক্ত থাকতে পারবেন না, আর এসবের কোনরুপ আলামত পাওয়া গেলে তাকে ট্র্যাক ট্রেইল ও পুরো ইভেন্ট থেকে তাৎক্ষনিকভাবে বহিস্কার করা হবে। এজন্য কোন প্রাথমিক নোটিশ দেওয়া বা রেজিষ্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না।
9 কুমিল্লা তাবু ক্যাম্পিং ইভেন্ট ও FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে অংশগ্রহনকারী কেউই ইভেন্ট চলাকালীন সময়ে অত্র এলাকায় কোনপ্রকার অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রবিরোধী কোন কার্যাবলিতে জড়িত হতে পারবেন না। এরূপ কার্যাবলিতে কারো জড়িত হবার আলামত পাওয়া গেলে তাকে ট্র্যাক ট্রেইল ও পুরো ইভেন্ট থেকে তাৎক্ষনিকভাবে বহিস্কার করা হবে। এজন্য কোন নোটিশ দেওয়া ও রেজিষ্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না।
10 কুমিল্লা তাবু ক্যাম্পিং ও FTT BD একদল উদ্দমী তরুনদের সম্পূর্ণ নিজস্ব আয়োজন। ফলে এর পরিবর্তন, পরিবর্ধন, ও পরিমার্জন সম্পূর্ণভাবে আয়োজকদের নিজস্ব এখতিয়ারভুক্ত। আয়োজকবৃন্দ চাইলে যেকোন সময় ইভেন্ট পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, ও বাতিলের অধিকার রাখেন। তবে ইভেন্ট আয়োজক কর্তৃক বাতিল ঘোষিত হলে রেজিস্টার্ড অংশগ্রহনকারীরা তাদের রেজিষ্ট্রেশন ফি আয়োজকবৃন্দের দলগত সিদ্ধান্ত সাপেক্ষে পূর্ণ বা আংশিক ফেরত পেতে পারেন। তবে সার্বিকভাবে যেকোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে পরিগনিত হবে।
1 প্রশ্ন: পিট সাপোর্টার আগেরবার ফ্রি ছিল, কিন্তু এই বছর ১,৫০০ টাকা কেনো?
উত্তর: গত বছর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ইভেন্টে ভিড় কমানোর জন্য আমরা এই বছর পিট সাপোর্টার সুবিধাটি বন্ধ রাখতে চেয়েছিলাম। তবে আপনাদের কথা বিবেচনা করে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে সর্বোচ্চ একজন পিট সাপোর্টার নিয়ে আসার সুযোগ রাখা হয়েছে।
2 প্রশ্ন: FTT BD-তে অংশগ্রহণ করলে কি আমি BMC Fest-এ অংশগ্রহণ করতে পারবো?
উত্তর: জি, পারবেন। তবে সেক্ষেত্রে ফর্ম পূরণের সময় আগেই তা উল্লেখ করতে হবে।
3 প্রশ্ন: কেউ খেলার আগে, অর্থাৎ আগের দিন চলে আসতে চাইলে থাকার ব্যবস্থা কোথায় বা কিভাবে?
উত্তর: এই বছর আমাদের ইভেন্ট ও ট্রেক সম্পূর্ণ প্রাইভেট প্রপার্টিতে হচ্ছে, তাই আগের দিন (২৫ তারিখ) ইভেন্ট গ্রাউন্ডে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে লালমাই ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অনেক হোটেল রয়েছে, সেখানে থাকতে পারবেন। ২৬ তারিখে ট্রেক ট্রেইলের পাশে ইচ্ছা করলে তাঁবু খাটিয়ে থাকতে পারবেন। অথবা আগের রাতের মতো কাছাকাছি কোনো হোটেলে ফিরে যেতে পারেন।
4 প্রশ্ন: আমার যদি নিজের বাইক না থাকে, তবুও কি অংশ নিতে পারবো?
উত্তর: প্রত্যেক অংশগ্রহণকারীকে আগে থেকেই নিজের বাইকের ব্যবস্থা করে আসতে হবে ও সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। অন্য কোন অংশগ্রহণ কারীর বাইক ধার নিয়ে অংশগ্রহণ করা যাবে না।
5 প্রশ্ন: ইভেন্টে কি কারো সাথে বাইক শেয়ার করা যাবে অথবা আয়োজকরা কি বাইক সাপোর্ট দিবেন?
উত্তর: বাইক শেয়ারিং অনুমোদিত নয় এবং আয়োজক কোন প্রকার বাইক সাপোর্ট দিবেন না। প্রত্যেক অংশগ্রহণকারীকে আগে থেকে নিজের বাইকের ব্যবস্থা ও সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। অন্য কোন অংশগ্রহণ কারীর বাইক ধার নিয়ে অংশগ্রহণ করা যাবে না।
6 প্রশ্ন: রেজিস্ট্রেশন বাতিল করলে কি টাকা ফেরত পাওয়া যাবে?
উত্তর: একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত দেওয়া হবে না। তবে বিশেষ ক্ষেত্রে রেজিস্ট্রেশন অন্য কারো নামে স্থানান্তর করা যেতে পারে (ইভেন্টের মিনিমাম ৭ দিন আগে জানাতে হবে)।
7 প্রশ্ন: ইভেন্টের সেফটি ব্যবস্থা কেমন?
উত্তর: ইভেন্টের জন্য সর্বোচ্চ সেফটি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজের হেলমেট, গ্লাভস এবং অন্যান্য সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। এছাড়াও মেডিকেল টিম এবং সেফটি স্টাফ সব সময় উপস্থিত থাকবে