FTTBD - Furious Track Trail 2025

Welcome To FTT BD Season 3

FTT BD Season 3 - Registration

Furious Track Trail BD (FTT BD) - Championship 2025 (Season 3)

*Important Rules Must Read*

বাংলাদেশের বাইকারদের নিয়ে Furious Moto Club আয়োজনে বহুল প্রতীক্ষিত Bikers Mega Camping Fest ইভেন্ট গত কয়েক বছর ধরে সফলভাবে আয়োজন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ইভেন্টে তৃতীয়বারের মতো যুক্ত হচ্ছে Furious Track Trail BD (FTT BD), মোটরসাইকেল নিয়ে অফরোড ট্র্যাক ট্রেইল প্রতিযোগিতা।

Furious Track Trail এবারের ইভেন্টে দেশের বাইকারদের জন্য এক বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে। নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৩০০০ টাকা পরিশোধের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব মোটরসাইকেল নিয়ে এই অফরোড ট্র্যাক ট্রেইলে অংশ নিতে পারবেন।

এই প্রতিযোগিতার দুইটি ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ছয়জন বিজয়ী নির্বাচিত হবে। তবে কমিউটার ক্যাটাগরিতে প্রতিযোগী সংখ্যা বেশি হলে পুরস্কার প্রথম পাঁচজন পর্যন্ত প্রদান করা হতে পারে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং স্মারক ট্রফি। এছাড়াও অংশগ্রহণকারী সকল রাইডারের জন্য থাকবে আকর্ষণীয় ফিনিশার মেডেল।

🚩 FTT BD মোট দুটি ক্যাটাগরি থাকছে:

ক্যাটাগরি ১ - Regular Street / Commuter
এখানে অংশগ্রহণ করতে পারবেন ২০০ সিসির নিচে সকল প্রকার স্ট্রিট ও কমিউটার এবং রেগুলার এডভেঞ্চার বাইক।
রিম সাইজ: ১৭-১৮ ইঞ্চি।

ক্যাটাগরি ২ - Off-road/Dirt/ Higher CC (Open Track)
এই ক্যাটাগরিটিকে বলা যায় Open Track বা Pro Track।
এখানে অংশ নিতে পারবেন সকল প্রকার Dirt, Off-road, Adventure, Sport, Commuter এবং উচ্চ সিসির বাইক।
রিম সাইজ: যেকোন হুইল সাইজ অংশগ্রহণ করতে পারবে।

অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫।

রেজিস্ট্রেশন ফি ও শর্তাবলী

১) বেসিক এন্ট্রি ফি:
প্রতি খেলোয়াড় ৩,০০০ টাকা
• ইন্ডিভিজুয়াল বা লাইট স্পন্সর খেলোয়াড়রা শুধুমাত্র তাদের বাইক, হেলমেট ও টি-শার্টে ব্র্যান্ডিং করতে পারবেন।
• সর্বোচ্চ ১ জন পিট সাপোর্ট নেওয়া যাবে। তার জন্য অতিরিক্ত ১,৫০০ টাকা যোগ হবে (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ফুড ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ)।
• শুক্রবার বিকাল থেকে মেগা ক্যাম্পিং-এ ফ্রি এন্ট্রি পাবেন।

২) ফুল স্পন্সর সহ খেলোয়াড়:
প্রতি খেলোয়াড় ১০,০০০ টাকা
• ফুল স্পন্সর খেলোয়াড়রা বাইক, হেলমেট ও টি-শার্টের পাশাপাশি ট্র্যাক ট্রেইল গ্রাউন্ডে নির্ধারিত স্থানে
• ১টি ব্যানার (৬x৩ ফুট)
• ৫টি রোডসাইড মিনি ফ্ল্যাগ
ব্যবহার করতে পারবেন।
• সর্বোচ্চ ১ জন পিট সাপোর্ট ফ্রি নেওয়া যাবে।
• মেগা ক্যাম্পিং-এ ফ্রি এন্ট্রি পাবেন।

পেমেন্ট নির্দেশনা

আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হলে আমাদের পক্ষ থেকে জানানো হবে। এরপর ৩ দিনের মধ্যে (১২ ডিসেম্বর ২০২৫-এর পূর্বে) রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

🏁 ইভেন্টের তারিখ ও স্থান:

তারিখ: ২৫–২৬ ডিসেম্বর, ২০২৫

ট্র্যাক অবস্থান: লালমাই, কুমিল্লা

সেশন: দুই পর্বে—কোয়ালিফিকেশন সেশন (২৫ই ডি.) ও ফাইনাল রাউন্ড (২৬ই ডি.)।

অংশগ্রহণকারীদের যোগ্যতা ও আবশ্যিক শর্তাবলী

1 অংশগ্রহণকারীর ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে ১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে।

2 বয়স ২০ বছর বা তার বেশি হতে হবে।

3 প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাইডার শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে এবং সম্পূর্ণ নিজের দায়িত্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

4 প্রতিটি অংশগ্রহণকারীকে নিজের বাইক ও সেফটি গিয়ার নিয়ে আসতে হবে; অন্যের বাইক ধার নিয়ে অংশগ্রহণ করা যাবে না। কারো বাইক, গিয়ার অথবা ব্যক্তিগত সম্পদে হাত দেওয়া যাবে না।

5 যথাযথ প্রটেকটিভ গিয়ার এবং হাইড্রেশন সাপোর্ট থাকা আবশ্যক; আয়োজক কোন প্রকার সরঞ্জাম সরবরাহ করবে না।

6 রেজিস্ট্রেশন করার পর ক্যাটাগরি পরিবর্তন করতে চাইলে অবশ্যই আগেই ম্যানেজমেন্ট টিমকে জানাতে হবে। ক্যাটাগরি ১ (Commuter) থেকে ক্যাটাগরি ২ (Open Track) শিফট করা যাবে, তবে ক্যাটাগরি ২ থেকে ক্যাটাগরি ১–এ শিফট করার সুযোগ নেই।

7 অংশগ্রহণকারীরা নিজের মোটরসাইকেল মেইনটেন্যান্স করবেন; আয়োজক বা ভলান্টিয়াররা কোন সাপোর্ট দেবে না।

8 অবশ্যিক প্রটেকটিভ গিয়ার – হেলমেট, বুট, গ্লাভস, নি-গার্ড, এলবো-গার্ড, অথবা প্রটেকটিভ রাইডিং জ্যাকেট ও ট্রাউজার। ন্যূনতম এই নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অংশগ্রহণ অনুমোদিত হবে না; রেজিস্ট্রেশন বাতিল হলেও ফি ফেরত দেওয়া হবে না।

9স্পন্সরড অংশগ্রহণকারীরা (সিঙ্গেল এন্ট্রি) শুধুমাত্র বাইক, হেলমেট, রাইডিং জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ২ জনের তাবু (৬ফুট × ৩.৫ফুট), এবং ট্র্যাকের ২টি ফ্ল্যাগে স্পন্সর লোগো ব্যবহার করতে পারবেন। অন্য কোন প্রকার ব্যানার, ফ্ল্যাগ, স্টিকার বা দৃশ্যমান ব্র্যান্ডিং নিষিদ্ধ। লঙ্ঘন করলে রেজিস্ট্রেশন বাতিল এবং প্রোগ্রাম স্থান ত্যাগ করতে হবে।

10বিআরটিএ রেজিস্টার্ড বাইক ছাড়া ট্র্যাক এ অংশগ্রহণ অনুমোদিত হবে না।

11বৃহস্পতিবার ২৫ তারিখ সকাল ৭ টায় গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। বুধবার রাতে কেউ আসতে চাইলে আসেপাশে যেকোন হোটেলে রাত্রি যাপন করে সকালে গ্রাউন্ডে আসতে হবে।

12বৃহস্পতিবার সকাল ৮ টায় রেসারদের যাবতীয় কিট প্রদান করা হবে এবং রেসারদের ব্রিফিং করা হবে।

13ব্রিফিং শেষে FTT রেস শুরু হবে। সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে।

14খেলোয়াড় এবং পিট সাপোর্টারদের দুই দিনের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার পরিবেশন করা হবে।

15খেলা চলাকালীন সময়ে অথবা কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে। কোন প্রকার উসকানিমূলক কথা বা আচরণ করা যাবে না এবং রাজনৈতিক আলোচনা বর্জন করতে হবে।

16ইচ্ছাকৃতভাবে কেউ বিশৃঙ্খলা করলে তাকে শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনে খেলায় থেকে বহিষ্কার করা হবে। সকল প্রকার বিধিনিষেধ মেনে চলতে হবে। নিরাপত্তা কর্মীদের নির্দেশনা অবশ্যই মানতে হবে। কারো সঙ্গে বিতর্ক, ঝগড়া বা অপমানজনক আচরণ করা যাবে না।

17মাঠে বা ট্র্যাকে অনুমোদনহীন প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কেউ অমান্য করলে পানিশ করা হবে, প্রয়োজনে খেলা থেকে বহিষ্কার করা হতে পারে।

18মাদকদ্রব্য বা অ্যালকোহল সেবন নিষিদ্ধ।

19স্থানীয় মানুষের প্রতি সম্মান দেখাতে হবে এবং কারো সাথে কোনো বিরোধ বা সমস্যা তৈরি করা যাবে না।

20কুমিল্লা তাঁবু ক্যাম্পিং ও FTT Bangladesh একদল উদ্দমী তরুনদের সম্পূর্ণ নিজস্ব আয়োজন। ফলে এর পরিবর্তন, পরিবর্ধন, ও পরিমার্জন সম্পূর্ণভাবে আয়োজকদের নিজস্ব এখতিয়ারভুক্ত। আয়োজকবৃন্দ চাইলে যেকোন সময় ইভেন্ট পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, ও বাতিলের অধিকার রাখে।

🏁 পুরস্কার (Awards)

ক্যাটাগরি ১ – Regular Street / Commuter (Street, Commuter, Scooter, ADV Bikes)

১ম স্থান: স্বারক ট্রফি + নগদ ৩০,০০০ টাকা

২য় স্থান: স্বারক ট্রফি + নগদ ১৫,০০০ টাকা

৩য় স্থান: স্বারক ট্রফি + নগদ ১০,০০০ টাকা

৪থ-৫ম: (গিফট হ্যাম্পার সম্ভাব্য)

ক্যাটাগরি ২ – Off-road / Adventure / Higher CC, Dirt, Off-road (Open Track)

১ম স্থান: স্বারক ট্রফি + নগদ ৪০,০০০ টাকা

২য় স্থান: স্বারক ট্রফি + নগদ ২০,০০০ টাকা

৩য় স্থান: স্বারক ট্রফি + নগদ ১০,০০০ টাকা

নোট: ফাইনাল রাউন্ডে কোয়ালিফাইড সকল প্লেয়ারদের Drive -এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে।

যোগাযোগ ও সহায়তার জন্য:

• Malek Khasru Usha – 01625373577

• Jojo – 01614151550

• Masum Ers - 01717113404

FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনের সাধারন নির্দেশিকা ও শর্তাবলী

1 FTT BD প্লেয়ার ও পিট সাপোর্টার ২৬ তারিখ সকাল ৭ টায় ইভেন্ট গ্রাউন্ডে আসতে হবে। আগের দিন রাতে আসলে কুমিল্লা পদুয়ার বাজার ও লালমাই আসে পাশে অনেক হোটেল আছে ঐদিকে রাত স্টে করতে পারেন। এই বছর আমাদের ইভেন্ট গ্রাউন্ড টি প্রাইভেট ও রেস্ট্রিকটেড জায়গায় হওয়ায় আগের দিন রাতে এন্ট্রি নেয়ার কোন সুযোগ নেই।

2 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইল কম্পিটিশনে অংশগ্রহনকারীরা ৩০০০.০০ টাকা (স্পন্সর বিহীন) এবং ১০,০০০ টাকা (স্পন্সর সহ) রেজিষ্ট্রেশন ফি প্রদান সাপেক্ষে ইভেন্টের ঘোষিত নির্দিষ্ট সময়ের পূর্বে রেজিষ্ট্রেশন করবেন এবং সেইসাথে এই নির্দেশিকাটিতে সাক্ষর করবেন। এই নির্দেশিকাটিই অফরোড ট্র্যাক ট্রেইল প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও আয়োজকদের মধ্যে আইনগত চুক্তি এবং টার্মস ও কন্ডিশন বলে পরিগনিত হবে।

3 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে রেজিষ্টেশনকারীরা অটোমেটিক মূল তাবু ক্যাম্পিং ইভেন্টেও রেজিস্টার্ড বলে বিবেচিত হবেন। ফলে মূল তাবু ক্যাম্পিং ইভেন্টে তাদের আলাদা করে রেজিষ্ট্রেশন করতে হবে না।

4 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে রেজিষ্টার্ড অংশগ্রহনকারীরা চাইলে তার নিজের ক্যাম্পিং গিয়ার নিয়ে ক্যাম্পসাইটে থাকতে পারেন অথবা বিশেষ ব্যবস্থায় আয়োজকদের তাবুতেও থাকতে পারবেন। এর জন্য আলাদা কোন ফি দিতে হবে না। তবে এবিষয়ে আয়োজকদের এই বাড়তি আয়োজনের ব্যবস্থা ও অবস্থা নিয়ে কোন ওজর-আপত্তি চলবে না।

5 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে রেজিষ্টার্ড অংশগ্রহনকারীরা মূল ইভেন্টে ইভেন্ট চলা সময়কালীন সাত বেলার খাবার ও পানি পাবেন। চাইলে তারা বাইরে থেকে বাড়তি খাবার নিয়ে আসতে পারবেন। এছাড়াও ক্যাম্পসাইটে সাধারন প্রাকৃতিক কার্যসাধনের ব্যবস্থাও থাকবে।

6 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে প্রত্যেক রেজিষ্টার্ড অংশগ্রহনকারী নিজ দ্বায়িত্বে প্রতিযোগীতায় অংশ নেবেন। ফলে প্রতিযোগীতায় তার মোটরসাইকেল, রাইডিং গিয়ার, এবং তার শারিরীক ইনজুরি হলে তার সম্পূর্ণ দ্বায় তার। আর এরজন্য যাবতীয় ব্যবস্থা ও খরচাদি তার নিজেকে বহন করতে হবে। ইভেন্টের আযোজক এর জন্য কোনরূপ দ্বায় বহন করবে না এবং কোনরূপ ক্ষতিপূরন ও দেবে না। তবে ইভেন্টে সাধারন ফার্স্ট-এইড ও ইমারজেন্সি মেডিকেল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকবে।

7 ইভেন্টে অংশ না নিলেও তার রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য হবে না।

8 FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে কোন রেজিষ্টার্ড অংশগ্রহনকারী মাদক বা উদ্দিপক দ্রব্য গ্রহন, বহন, ও বিতরনে যুক্ত থাকতে পারবেন না, আর এসবের কোনরুপ আলামত পাওয়া গেলে তাকে ট্র্যাক ট্রেইল ও পুরো ইভেন্ট থেকে তাৎক্ষনিকভাবে বহিস্কার করা হবে। এজন্য কোন প্রাথমিক নোটিশ দেওয়া বা রেজিষ্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না।

9 কুমিল্লা তাবু ক্যাম্পিং ইভেন্ট ও FTT BD অফরোড ট্র্যাক ট্রেইলে অংশগ্রহনকারী কেউই ইভেন্ট চলাকালীন সময়ে অত্র এলাকায় কোনপ্রকার অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রবিরোধী কোন কার্যাবলিতে জড়িত হতে পারবেন না। এরূপ কার্যাবলিতে কারো জড়িত হবার আলামত পাওয়া গেলে তাকে ট্র্যাক ট্রেইল ও পুরো ইভেন্ট থেকে তাৎক্ষনিকভাবে বহিস্কার করা হবে। এজন্য কোন নোটিশ দেওয়া ও রেজিষ্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না।

10 কুমিল্লা তাবু ক্যাম্পিং ও FTT BD একদল উদ্দমী তরুনদের সম্পূর্ণ নিজস্ব আয়োজন। ফলে এর পরিবর্তন, পরিবর্ধন, ও পরিমার্জন সম্পূর্ণভাবে আয়োজকদের নিজস্ব এখতিয়ারভুক্ত। আয়োজকবৃন্দ চাইলে যেকোন সময় ইভেন্ট পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, ও বাতিলের অধিকার রাখেন। তবে ইভেন্ট আয়োজক কর্তৃক বাতিল ঘোষিত হলে রেজিস্টার্ড অংশগ্রহনকারীরা তাদের রেজিষ্ট্রেশন ফি আয়োজকবৃন্দের দলগত সিদ্ধান্ত সাপেক্ষে পূর্ণ বা আংশিক ফেরত পেতে পারেন। তবে সার্বিকভাবে যেকোন বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে পরিগনিত হবে।

FAQ (Read Carefully)

1 প্রশ্ন: FTT BD-তে অংশগ্রহণ করলে কি আমি BMC Fest-এ অংশগ্রহণ করতে পারবো?

উত্তর: জি, পারবেন। তবে সেক্ষেত্রে ফর্ম পূরণের সময় আগেই তা উল্লেখ করতে হবে।

2 প্রশ্ন: কেউ খেলার আগে, অর্থাৎ আগের দিন চলে আসতে চাইলে থাকার ব্যবস্থা কোথায় বা কিভাবে?

উত্তর: এই বছর আমাদের ইভেন্ট ও ট্রেক সম্পূর্ণ প্রাইভেট প্রপার্টিতে হচ্ছে, তাই আগের দিন (২৫ তারিখ) ইভেন্ট গ্রাউন্ডে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে লালমাই ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অনেক হোটেল রয়েছে, সেখানে থাকতে পারবেন। ২৬ তারিখে ট্রেক ট্রেইলের পাশে ইচ্ছা করলে তাঁবু খাটিয়ে থাকতে পারবেন। অথবা আগের রাতের মতো কাছাকাছি কোনো হোটেলে ফিরে যেতে পারেন।

3 প্রশ্ন: আমার যদি নিজের বাইক না থাকে, তবুও কি অংশ নিতে পারবো?

উত্তর: প্রত্যেক অংশগ্রহণকারীকে আগে থেকেই নিজের বাইকের ব্যবস্থা করে আসতে হবে ও সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। অন্য কোন অংশগ্রহণ কারীর বাইক ধার নিয়ে অংশগ্রহণ করা যাবে না।

4 প্রশ্ন: ইভেন্টে কি কারো সাথে বাইক শেয়ার করা যাবে অথবা আয়োজকরা কি বাইক সাপোর্ট দিবেন?

উত্তর: বাইক শেয়ারিং অনুমোদিত নয় এবং আয়োজক কোন প্রকার বাইক সাপোর্ট দিবেন না। প্রত্যেক অংশগ্রহণকারীকে আগে থেকে নিজের বাইকের ব্যবস্থা ও সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। অন্য কোন অংশগ্রহণ কারীর বাইক ধার নিয়ে অংশগ্রহণ করা যাবে না।

5 প্রশ্ন: রেজিস্ট্রেশন বাতিল করলে কি টাকা ফেরত পাওয়া যাবে?

উত্তর: একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত দেওয়া হবে না। তবে বিশেষ ক্ষেত্রে রেজিস্ট্রেশন অন্য কারো নামে স্থানান্তর করা যেতে পারে (ইভেন্টের মিনিমাম ৭ দিন আগে জানাতে হবে)।

6 প্রশ্ন: ইভেন্টের সেফটি ব্যবস্থা কেমন?

উত্তর: ইভেন্টের জন্য সর্বোচ্চ সেফটি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজের হেলমেট, গ্লাভস এবং অন্যান্য সেফটি গিয়ার নিয়ে আসতে হবে। এছাড়াও মেডিকেল টিম এবং সেফটি স্টাফ সব সময় উপস্থিত থাকবে

Scroll to Top